আশকোনা ক্যাম্পে প্রিমিয়ার ব্যাংকের হজ বুথ উদ্বোধন

আশকোনা হজ ক্যাম্পে সম্প্রতি দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির হজ বুথের কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আবু জাফর। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক হজ পরিচালক ও হজ ক্যাম্পের হেড অব বিজনেস সলিউশন বজলুর রহমান বিশ্বাস, ডিএমডি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন, ইভিপি ও ইসলামিক ব্যাংকিং বিভাগের মোহাম্মদ ইশরাত হোসেন খান, এভিপি ও হজ বুথ ব্যবস্থাপক মো. সেলিমুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।