শিরোনাম

South east bank ad

বিজেজিইএর নতুন পরিষদ গঠন

 প্রকাশ: ০৭ মে ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিজেজিইএর নতুন পরিষদ গঠন

বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজেজিইএ)-এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সদস্যগণ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।

এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সফল ব্যবসায়ী ও বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল (সাগরিকা ইন্টারন্যাশনাল)। আর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রেজাউল করিম পিন্টু (বিকো জুট)।

এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে যথাক্রমে মো. হাসানুল ইসলাম (লিপ্টন জুট ট্রেড ইন্টারন্যাশনাল) ও ড. মোহাম্মদ কামরুজ্জামান (ইকো বাংলা জুট লিমিটেড) নির্বাচিত হয়েছেন।

বিজেজিইএর নির্বাচিত পরিচালকরা হলেন- সাজেদুর রহমান (জুট ওয়ার্ল্ড এক্সপোর্ট), মুরিদুল আলম চৌধুরী (ইউনিভার্স জুট ফাইবার অ্যান্ড ব্যাগ কর্পোরেশন), মো. রুহল আমিন (আমিন জুট প্রোডাক্টস), মোহাম্মদ জিল্লুর রহমান খান (জিল্লুর অ্যান্ড ডটার্স), সুফিয়ান আহমেদ ওসমানী (মায়ামি ট্রেডিং), মো. সোহরাব হোসেন (এসএনএল ইন্টারন্যাশনাল), মো. গোলাম মোর্তজা (জুট মার্ট ইন্টারন্যাশনাল), কাজী মো. মনির হোসেন (অপরাজেয় লিমিটেড) ও জিয়াউদ্দিন আহমেদ (এবি জুট ট্রেডিং)।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়- গত ৩ মে ৫৪তম এজিএমের মাধ্যমে নির্বাচিত কার্যনির্বাহী কমিটি দায়িত্ব বুঝে নিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিজেজিইএর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ দেশের ঐতিহ্যবাহী পাটশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো দৃঢ়ভাবে উপস্থাপন ও রপ্তানি বাজারসম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: